Home রাজনীতি জামিনে মুক্ত মির্জা ফখরুল

জামিনে মুক্ত মির্জা ফখরুল

383
0

ঢাকা: জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বের হয়ে আসেন। এ সময় কারাফটকে পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার নাসির আহমেদ জানান, জামিন সংক্রান্ত কাগজপত্র সন্ধ্যা ৬টার দিকে করাগারে এসে পৌছায়। পরে তা যাচাই-বাছাই শেষে মুক্তি দেয়া হয়। মির্জা ফখরুলকে সর্বশেষ গত ৪ নভেম্বর এ কারাগারের আনা হয়। স্বাস্থ্যগত প্রতিবেদন যাচাই করে গত ২৪ নভেম্বর হাইকোর্ট এই তিন মামলায় মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষ ২৬ নভেম্বর ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন জানান।

চেম্বার বিচারপতি রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। একই সঙ্গে ৩০ নভেম্বর শুনানির দিন ধার্য করে দেন। সে অনুযায়ী সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হয়। শুনানিতে হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর আগে গত ২১ জুন এই তিন মামলায় হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে এসব মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়। আপিল বিভাগ এই তিন মামলায় মির্জা ফখরুলকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। পরে জামিন নামঞ্জুর করে বিচারিক আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়।

Previous articleবঙ্গবন্ধুকে হত্যা করে দেশে বিভাজন সৃষ্টি করা হয়েছে: জনপ্রশাসনমন্ত্রী
Next articleঅনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ার ওপর আলোচনা  অনুষ্ঠিত