Home শিক্ষা জায়গা না পেয়ে মসজিদের বদলে রাস্তায় নামাজ পড়তে হচ্ছে শাবি শিক্ষার্থীদের, প্রতিকারে...

জায়গা না পেয়ে মসজিদের বদলে রাস্তায় নামাজ পড়তে হচ্ছে শাবি শিক্ষার্থীদের, প্রতিকারে উদ্যোগই নেই

443
0

এম. তানজিল হাসান: রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী।সিলেট শহরেও আনাচে কানাচে সুদৃশ্য অসংখ্য মসজিদ রয়েছে।কোন কোন মসজিদে মুসল্লি সংকট থাকলেও কিছু মসজিদে মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছেনা।এমনই একটা মসজিদ হল শাবিপ্রবির হল মসজিদ। প্রায় হাজার দেড়েক আবাসিক ছাত্রের জন্য রয়েছে ছোট একটি মসজিদ যার ধারন ক্ষমতা প্রায় দুইশত। শাহপরান হল এবং শাহজালাল হল এমনকি মুজতবা আলী হলের ছাত্ররাও নামাজ আদায় করেন এই মসজিদটিতে। সপ্তাহের অন্যান্যদিন নামাজ আদায়ে সমস্যা না হলেও প্রতি শুক্রবার অনেক কষ্টে রাস্তায়ই আদায় করতে হয় নামাজ।সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার যেখানে তৃপ্তি নিয়ে ছাত্ররা নামাজ আদায় করবেন সেখানে অনেককেই নামাজ না পড়ার আক্ষেপ নিয়ে হলে ফিরে যেতে হয় পর্যাপ্ত জায়গা না থাকার কারনে।

জানা যায়, গত ৬ বছর পূর্বে সাবেক ভিসি মসজিদটির উন্নয়ন কাজের উদ্বোধন করলেও তা এখনো কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে রয়েছে।কেন এই দূরাবস্থা- এ প্রশ্নটি নিয়ে বারবার দায়িত্বশীল প্রশাসনিক  কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে।ছাত্রদের দাবি অনতিবিলম্বে মসজিদটি সম্প্রসারন করা উচিত। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনেকেই প্রতিবাদে সরব হন।তেমনিই একজন ছাত্র এইচএন খন্দকার আক্ষেপ করে বলেন, আমাদের এখানে নামাজ পড়ার জায়গা নেই সে দূ:খ কাউকে বলাও লজ্জার।অনতিবিলম্বে মসজিদটির উন্নয়ন কাজ শুরুর তাগিদ দিয়েছেন হলের শিক্ষার্থীরা।

Previous articleখালেদা জিয়া জাতি ও গণতন্ত্রের শত্রু: তথ্যমন্ত্রী
Next articleজগন্নাথপুর নির্বাচনে টাকার খেলা চলবে না: ইউএনও হুমায়ূন কবির