Home জাতীয় জিয়ার মাজারে বিএনপি নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

জিয়ার মাজারে বিএনপি নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

437
0

Logo bnp 01
ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিন উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। সোমবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবলুর নেতৃত্বে বিলকিস ইসলাম, বিলকিস জাহান শিরিন, এডভোকেট শাহান আক্তার সামি, সুলতান মাহমুদ, এডভোকেট রশিদ শিকদার জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জাতীয় ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক।
উল্লেখ্য, প্রতিবছর আজকের এই দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের শীর্ষ নেতৃবৃন্দসহ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। গত ৩ জানুয়ারি থেকে তিনি গুলশান কার্যালয়ে অবরুদ্ধ থাকার কারণে আজকে জিয়ার মাজারে উপস্থিত হতে পারেননি। এমনকি দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকেও জিয়ার মাজার এলাকায় দেখা যায়নি।

Previous articleমানিকগঞ্জে বাস-ট্রাকে আগুন
Next articleবাংলাদেশে ভাইবার ও ট্যাঙ্গো সেবা বন্ধ