Home রাজনীতি জিয়ার সমাধিতে খালেদা

জিয়ার সমাধিতে খালেদা

549
0

ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সকাল ১১টা ১০ মিনিটে তিনি সমাধি প্রাঙ্গণে পৌঁছেছেন। চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের একটি অংশ বিজয় স্মরণী মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর পথ প্রতিরোধ করেন। এক পর্যায়ে টুকু গাড়ি থেকে নেমে কৌশলে সমাধি প্রাঙ্গণে পৌঁছান।
জিয়ার সমাধিতে সুরা ফাতিহা পাঠ করবেন খালেদা জিয়া। কর্মসূচি উপলক্ষে সমাধি প্রাঙ্গণে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে।

Previous articleডিএমপির বিবৃতি: ড. মিজানুরের বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করতে পারে
Next articleশনিবার জেএসসি-জেডিসি পরীক্ষা নেই