Home জাতীয় ‘জীবন সঙ্কটে’ ওবায়দুল কাদের

‘জীবন সঙ্কটে’ ওবায়দুল কাদের

518
0
Obaydul Kader

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা ‘সঙ্কটজনক’ বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এখন তার অবস্থা স্থিতিশীল, তবে তিনি শঙ্কামুক্ত নন।

বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে শঙ্কামুক্ত নন। অবশ্য ব্লাড প্রেশার ও হার্টবিট এখন স্বাভাবিক রয়েছে। আগামী ৭২ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক বিভাগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

Previous articleআন্তর্জাতিক চাপে অভিনন্দনকে ছাড়া হয়নি: পাকিস্তান
Next articleনিউজিল্যান্ডের মাটিতে সবসময়ই সফল মাহমুদউল্লাহ