Home শিক্ষা জেএসসি-জেডিসির ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা পেছাল

জেএসসি-জেডিসির ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা পেছাল

1033
0

student 01ডেইলী আমার বাংলা: আগামী ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পিছিয়েছে। ২ নভেম্বরের পরীক্ষা ৭ নভেম্বর এবং ৩ নভেম্বরের পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান। তার বাসায় এই সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের হরতাল আহ্বান করার প্রেক্ষাপটে পরীক্ষা পেছানো হলো। ২ নভেম্বর এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী প্রায় ২১ লাখ।

Previous articleমীর কাসেমের রায় রোববার
Next articleখালেদার মুভমেন্ট জাস্ট বোগাস- অর্থমন্ত্রী