Home বিনোদন জেরিনের ‘হেট স্টোরি থ্রি’ শংকা থেকে মুক্তি!

জেরিনের ‘হেট স্টোরি থ্রি’ শংকা থেকে মুক্তি!

527
0

বিনোদন ডেস্ক: আলোচিত বলিউড অভিনেত্রী জেরিন খান অভিনীত বহুল আলোচিত ছবি ”হেট স্টোরি থ্রি” অবশেষে সেন্সর সার্টিফিকেট পেয়েছে। তাও আবার আনকাট! এর আগে ছবিটিতে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য থাকায় ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা ছিল চরমে। জেরিন সহ ছবিটির কলাকুশলীরা সেন্সর ছাড়পত্র নিয়ে এতদিন ছিলেন বেশ শংকায়। এই শংকা আরও বেড়ে গিয়েছিলো যখন সম্প্রতি ভারতীয় সেন্সর বোর্ড জেমস বন্ড সিরিজের নতুন ছবি ”স্পেকটর” এ কাঁচি চালান তখন। অনেকেই ভেবেছিলেন হয়তো ছবিটিতে যে সকল অন্তরঙ্গ দৃশ্য রয়েছে ভারতীয় সেন্সর বোর্ড সেগুলো বাদ দিয়ে দিতে পারেন। খোদ ছবিটির পরিচালক বিশাল পন্ডের মনেই ছিল এমন শংকা।

ছবিটি সেন্সর সার্টিফিকেট পাবার পর দারুণ খুশী জেরিন বলেছেন, ছবিটির এই দৃশ্যগুলো যদি বাদ দেওয়া হতো তবে ছবিটির মূল কাহিনীটাই শেষ হয়ে যেতো। আমি খুশী শেষ পর্যন্ত এমনটা ঘটেনি।

Previous articleরিট ও ক্রিমিনাল মামলার শুনানি নির্ধারিত বেঞ্চে হবে: প্রধান বিচারপতি
Next articleজগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলা ডিবিতে হস্তান্তর