Home জাতীয় জেলা পর্যায়ের নাগরিকদের আবাসন সুবিধা দেয়া হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

জেলা পর্যায়ের নাগরিকদের আবাসন সুবিধা দেয়া হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

615
0

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, নিম্ন আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে জেলা পর্যায়েও প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার মধ্যে খাদ্যের পরেই হচ্ছে আবাসনের অধিকার। সরকার সে লক্ষ্য নিয়েই কাজ করছে।

রোববার সকালে রাজউক অডিটরিয়ামে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ৭৯৭ জন গ্রাহককে লটারির মাধ্যমে ফ্ল্যাট আইডি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজউক চেয়ারম্যান মো: আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আক্তার হোসেন।

অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আমরা সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে কাজ করছি। প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা চাচ্ছি পাবলিক প্রাইভেট পার্টনারশীপের (পিপিপি) মাধ্যমে এই প্রকল্প এগিয়ে নিতে ।

তিনি বলেন, আমরা গ্রামকে শহর বানাতে পারবো না, তবে শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দেয়ার চেষ্টা করছি।

Previous articleওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
Next articleফায়ার সার্ভিস ৫ পদে নেবে ১৮৫ জন