ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী-পুত্র ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বেতন ফাঁস করে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ফেঁসে যান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা হিসেবে জয়ের বেতন ১ কোটি ৭০ লাখ টাকার ব্যাপারটি ফাঁস করে দেয়ায় ফেঁসে যান আবদুল লতিফ সিদ্দিকী। এছাড়া তারা যে ধর্মে বিশ্বাস করে না তার বক্তব্যে সেটাও প্রমাণ হয়েছে।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামকে আওয়ামী লীগের ইমাম আখ্যা দিয়ে তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ইমাম সাহেব আওয়ামী লীগের সকল জারিজুরি ফাঁস করে দিয়েছেন।’
বিএনপির মুখপাত্র বলেন, ‘সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের কথায় বুঝা গেছে তারা ফ্যাসিবাদী। তারা পঁচাত্তরে একদলীয় বাকশাল কায়েম করে টিকতে পারেনি, আজও পারবে না।’
তিনি বলেন, ‘শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে বলেছিলেন- লাল ঘোড়া দাবড়াইয়া দিছি, কোথায় সিরাজ শিকদার। কিন্তু তার মৃত্যুর পর দেশের মানুষ বলেছিল কোথায় আওয়ামী লীগ। কিন্তু জিয়ার মৃত্যুর পর দেশবাসী শোকে রাস্তায় নেমে এসেছিল।’
বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কবির তালুকদার দুলু, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন-নবী খান সোহেল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম প্রমুখ।