Home রাজনীতি জয় বাংলা না বললে দেশে থাকতে দেয়া হবে না: প্রতিমন্ত্রী

জয় বাংলা না বললে দেশে থাকতে দেয়া হবে না: প্রতিমন্ত্রী

491
0

93469_1
ঢাকা: একবার হলেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে হবে। তা না হলে এদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু জয়বাংলা লীগ আয়োজিত ‘স্বাধীন রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল উল্লাহ (সা.) বলার কারণে মৃত্যুর পরও এক ব্যক্তির মুখমণ্ডল পচেনি। তাই বিরোধী দলকে বলব- একবার হলেও বঙ্গবন্ধু বলুন, জয়বাংলা বলুন। না হলে কেউ দেশে থাকতে পারবেন না। সবাইকে বাংলাদেশ ছাড়তে হবে।’
বঙ্গবন্ধুকে মূল বৃক্ষ অভিহিত করে তিনি বলেন, ‘যারা জয়বাংলা বলতে পারছেন না, এখনো জিন্দাবাদের মধ্যে আছেন, তাদের জন্য এটা দুর্ভাগ্য। অন্তত একবার জয় বাংলা বলুন, জিন্দাবাদ ছাড়ুন।’
প্রমোদ মানকিন বলেন, ‘যারা আজকে জয়বাংলা; জয়বঙ্গবন্ধু বলছেন না। তাদের সবাইকেই একদিন এটা বলতে হবে। কারণ তাদের জয়বাংলা; জয়বঙ্গবন্ধু বলতে বাধ্য করা হবে। তা না হলে তারা এদেশে থাকতে পারবে না।’
এ সময় তিনি বলেন, ‘এই দেশ থাকবে, জয়বাংলা থাকবে। এখানে জিন্দাবাদের কোনো স্থান নেই। একদিন জিন্দাবাদ বিদেয় হবেই, হবে।’
প্রমোদ মানকিন আরো বলেন, ‘আজ ইসলাম ধর্মের ভিত্তিতে দেশ চললে আমি মন্ত্রী হতে পারতাম না। এখানে আসতে পারতাম না। আপনারাও এখানে আসতে পারতেন না।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের জন্ম দিয়েছেন। আর তার কন্যা শেখ হাসিনা দেশ গড়ছেন, যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্বীকার করে নিয়েছেন।’
বিএনপিকে উদ্দেশ্য করে এই প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আইপিইউ ও সিপিএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। এই উত্থান বিরোধীদের সহ্য হয় না। এজন্য নানা ষড়যন্ত্র করে তারা।’
আয়োজক সংগঠনের সভাপতি মো. কায়সার-ই আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো সুজাউল করিম চৌধুরী বাবুল প্রমুখ বক্তৃতা করেন।

Previous articleরংপুরে ইমরান হত্যাকাণ্ডে গ্রেফতার ৪
Next articleআমার দেশ ও দিগন্ত টিভির লাইসেন্স বাতিল করিনি এটা তাদের ভাগ্য: তথ্যমন্ত্রী