
নিউজ ডেস্ক: ঝিনাইদহের সদর উপজেলার দুগাছী ইউনিয়নে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের মধুনাথপুর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়।
জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে দলীয় প্রার্থী ইসহাক আলী ও বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফয়জুল্লাহ ফয়েজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় মফিজ উদ্দিন (৪৫) নামে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।