ঝিনাইদহ: বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে বুধবার ঝিনাইদহে আন্তজার্তিক ও জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিল র্যা লী, আলোচনা সভা ও আর্থিক অনুদান প্রদান। এ উপলক্ষে বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যা লী বের হয়। র্যা লীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যা লি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক খলিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জুলকার নায়ণ, প্রতিবন্ধি উলফাত হোসেন ও ইদ্রিস আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শফিকুল ইসলাম জেলার ১২ জন প্রতিবন্ধী অসচ্ছল পরিবার ও মেধাবীদের মাঝে ৫০ হাজার টাকা বিতরন করেন।