ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী র‌্যালি ও মানববন্ধন

0
467

ji
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে টিআইবির সহযোগিতায় জেলা প্রসাশন, সচেতন নাগরিক কমিটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যা লী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে সনাক কার্যালয়ের সামনে থেকে সনাক সভাপতি শরিফাতুন নেছার নেতৃত্বে একটি র্যা লী বের হয়। র্যা লীতে অংশ গ্রহন করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার আলতাফ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল মাবুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি খায়রুল বাশার প্রমুখ। র্যা লীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পায়রা চত্বরে মানববন্ধন করে পুনরায় সনাক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তরা বলেন,সমাজ থেকে দুর্নীতি রোধ করতে হলে আগে নিজেকে সংশোধন করতে হবে। সেই সাথে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। বক্তরা আরো বলেন, নারীর অধিকার যদি নিশ্চিত হলে সমাজ থেকে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।