ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইাদহ প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার সরকারী প্রাথমিক শিক্ষসেবা পরিস্থিতির উপর সামাজিক নিরীক্ষা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুশাসরে জন্য প্রচারাভিযান (সুপ্র) ঝিনাইদহ জেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার জুলকার নায়ন, সরকারী নুরুন্নাহার মহিলা কলেেেজ প্রাক্তন উপাধ্যক্ষ এন.এম শাহজালাল, জেলা জেলা তথ্য অফিসার এ.এস.এম কবির, প্রাক্তন পৌর চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, উপ-অনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন ও সুপ্রর শরীফা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। মত বিনময়সভায় ঝিনাইদহ জেলা প্রশাসক বলেন, প্রাথমিক শিক্ষায় হচ্ছে শিশুর ভবিষ্যাতের বুনিয়াদ। প্রাথমিক শিক্ষাকে মজুবত করা না গেলে মানুষ হিসেবে আমাদের সব অর্জন ব্যার্থ হবে।
Good
Comments are closed.