ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে স্বৈরাচার ও হানারদার মুক্ত দিবস পালন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। এ উপলক্ষ্যে শনিবার সকালে জিলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, কে এম ওয়াজেদ, জাহিদুজ্জামান মনা, এড আব্দুল আলীম, এড মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, জিয়াউল ইসলাম ফিরোজ, আরিফুল ইসলাম আনন ও মিজানুর রহমান সুজান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তাগন বলেন, আজকের এই দিনটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন যেমন আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে আমাদের প্রিয় ভূমি ঝিনাইদহকে হানাদার মুক্তি করেছিল, তেমনিভাবে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক এরশাদের পতন হয়েছিল। তিনি আজকের দিনের চেতনা ধারন করে নব্য স্বৈরাচারিনি হাসিনা পতন আন্দোলনে দেশপ্রেমিক সকল নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানান।