নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে রোববার দুপুরে ঝিনুক আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক কলগার্ল আটক করে। এ সময় হোটেলের লাইসেন্স নবায়ন না থাকায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারি কমিশনার নেজারত ডেপুটি কালেক্টর বসির আহমেদ এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশ হোটেল এন্ড রেষ্টুরেন্ট অধ্যাদেশ ১৯৮২(৫) ধারা মোতাবেক হোটেল মালিককে তিন হাজার টাকা জরিমানা ও কলগার্ল ডলি খাতুন (২০) কে অধিকতর শাস্তি প্রদানের নিমিত্তে নিয়মিত মামলা রুজু করে তাকে থানায় সোর্পদ করা হয়। কলগার্ল ডলি খাতুন যশোরের মনিরামপুর উপজেলার খানপুর গ্রামের মিজানুর রহমানের কন্যা। অভিযোগ রয়েছে ঝিনুক আবাসিক হোটেলের ম্যানেজার মিলন ও জিম মালিকের অজান্তে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের দিয়ে দেহ ব্যবসা করিয়ে থাকেন।