ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

0
440

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর গ্রামের সীমান্তের ওপারে ভারতের কুমারী গ্রাম থেকে গরু কিনে আনার সময় বিএসএফের গুলিতে বাংলাদেশী দুই রাখাল নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, খোসালপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে সোহেল (১৫) ও শ্যামকুড় গ্রামের কাওসারের ছেলে হারুন (১৫)। নিহত সোহেল বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
খোশালপুর গ্রামের আনোয়ার হোসেন জানান, সকাল ৭টার সময় ১৫/১৬ জনের একদল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনতে যায়। সকাল ১১টায় গরু নিয়ে ফেরার সময় নদীয়া জেলার হাসখালী থানার কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় ঘটনাস্থলেই উল্লেখিত দুই যুবক মারা যায়। বিএসএফ লাশ উদ্ধার করে কুমারী ক্যাম্পে নিয়ে গেছে।
৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ খোশালপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করেন। মহেশপুর থানার ইন্সপেক্টর আহম্মেদ কবির জানান, ঘটনা শুনেছি। তবে নিশ্চিত করে এখনই কিছু জানাতে পারছি না।