Home আন্তর্জাতিক ট্রেন দুর্ঘটনায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ৯৭

ট্রেন দুর্ঘটনায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ৯৭

887
0

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯৭ জনে। আহত হয়েছেন প্রায় দুই শ’ জন। এনডিটিভি এ খবর জানিয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রোববার ভোর রাত ৩টার দিকে উত্তর প্রদেশের কানপুরের কাছে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
টাইমস অব ইন্ডিয়া বলছে, ৩০টির বেশি অ্যাম্বুলেন্স আহতদের চিকিৎসা দেয়ার কাজ করছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বলেছেন, অনেকে মারাত্মক আহত অবস্থায় ঘটনাস্থলের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তবে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছেন নিহতের সংখ্যা বাড়তে পারে। ভারতের রেলমন্ত্রী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Previous articleঅ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে রিট শুনতে বিব্রত হাইকোর্ট
Next articleস্কুলছাত্রীর সন্তান প্রসব নিয়ে তোলপাড়!