ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সকাল সাতটার দিকে সদর উপজেলার ভুল্লি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মন্টু (৩০), হাবিব (৩২) ও জুরান (২৫) । আহতরা হলেন, জিন্নাহ (৩০), দুদু মিয়া (৪৫) ও মুরাদ (২৫) ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএম মেহেদী হাসান জানান, ঢাকাগামী একটি কোচের সঙ্গে নসিমনের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, হতাহত সবার বাড়ি সদর উপজেলার লাউথুতি গ্রামে। তারা ঠাকুরগাঁয়ের রুহিয়া নামক স্থান থেকে ‘আজাদ মেলা’ দেখে বাড়ি ফিরছিলেন। প্রতিবছর এ সময় ঠাকুরগাঁয়ে মাসব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।