সেন্টমার্টিন: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে ২৮ নটিক্যাল মাইল দূরে জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারটি সাইড স্ক্যানারের মাধ্যমে শনাক্ত করেছে নৌবাহিনী। উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌবাহিনীর জাহাজ ‘সৈকত’।
এর আগে, গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় ২৯ মাঝিমাল্লা নিয়ে ‘বন্ধন’ নামের এই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় একজনকে মৃত ও দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে নৌ-বাহিনী।