Home জাতীয় ডেঙ্গু জ্বর আতঙ্কিত হওয়ার মতো রোগ নয়: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু জ্বর আতঙ্কিত হওয়ার মতো রোগ নয়: স্বাস্থ্যমন্ত্রী

950
0

ঢাকা: ডেঙ্গু জ্বর হলে আতঙ্কিত না হয়ে সঠিক পরিচর্যা চালিয়ে রোগীকে সুস্থ করে তোলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। ডেঙ্গুর ভাইরাসবাহী এডিস মশার বংশ বিস্তার সম্পর্কে সচেতন ও সতর্ক হলে বাংলাদেশ থেকে ডেঙ্গু শতভাগ নির্মূল করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের বাসিন্দাদের সতর্ক হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
এখানকার অধিকাংশ বাসাবাড়িতেই ফুলের টব থাকে। ফুলের টবে, কৌটায় ও অন্যান্য স্থানে জমে থাকা পানিতে ডেঙ্গুবাহী মশা জন্ম নেয়।
রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক শোভাযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আমি একজন পলিটিশিয়ান, ডাক্তার নই। তবুও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সুযোগে জেনেছি, ডেঙ্গু আতঙ্কিত হওয়ার মতো কোনো রোগ নয়। এই রোগের নির্ধারিত প্রতিষেধক বাজারে না থাকলেও সঠিক পরিচর্যা দিলে রোগী সুস্থ হয়ে ওঠে।
জ্বর হলেই তড়িঘড়ি অ্যান্টিবায়োটিক খেতে মানা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্যারাসিটামল গ্রুপের ওষুধ খাওয়ার পাশাপাশি মাথায় পানি দিতে হবে, তরল খাবার খাওয়াতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এই দেশের মানুষ কখনও পরাজয় স্বীকার করেনি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ আজকে পোলিও মুক্ত হয়েছে, ম্যালেরিয়া প্রায় চলে গেছে। ইবোলাও ঢুকতে পারেনি। এ ধারাবাহিকতায় বাংলাদেশকে পরিপূর্ণভাবে ডেঙ্গুমুক্ত করা সম্ভব।

Previous articleসিলেট নগরীতে ‘হাফপ্যান্ট বাহিনী’ আতংক
Next articleসরকারকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে: খন্দকার মাহবুব হোসেন