Home বাংলাদেশের সংবাদ ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন: মেয়র সাঈদ খোকন

ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন: মেয়র সাঈদ খোকন

620
0

ঢাকা: বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। কোরবানীর বর্জ্য, পানি, রক্ত দ্রুত অপসারণ না করা হয় তাহলে এ পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মন্তব্য করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মাদ সাঈদ খোকন। নগরবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহায় কোরবানীর পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। গতকাল দুপুরে নগর ভবনে কোরবানীর বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে দিক নির্দেশনামূলক সভায় তিনি এ নির্দেশনা দেন। কর্মীদের উদ্দেশ্যে মেয়র সাঈদ বলেন, গত বছরের ঈদে আমরা ২৪ ঘণ্টায় কোরবানীর বর্জ্য অপসারণে সফল হয়েছিলাম, এবারও পারবো। ঈদের দিন নামাজের পর সবচেয়ে বেশি পশু কোরবানী হয়। ঈদের পরদিন ও তৃতীয় দিন কিছু সংখ্যক পশু কোরবানী হয়।

তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ৫টি স্থানে পশু কোরবানীর নির্ধারিত স্থান রয়েছে। ডিএসসিসির এলাকায় সর্বমোট ৩৩৯টি স্থান পশু কোরবানী দেয়ার জন্য নির্ধারণ করে দেয়া হয়েছে।

Previous articleবিবিসিকে দেয়া তথ্য সঠিক নয়: মির্জা ফখরুল
Next articleহজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যাবেন যাত্রীরা