Home আঞ্চলিক ডোবায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

ডোবায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

670
0

নেত্রকোণা: নেত্রকোণার মদন উপজেলায় ডোবায় গোসল করতে গিয়ে রুবিনা ও সুইটি নামে পাঁচবছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে উপজেলার নায়েকপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুবিনা নায়েকপুর গ্রামের মজিবর মিয়া মেয়ে ও সুইটি একই গ্রামের মুখলেছুর রহমানের মেয়ে।

Previous articleগুন্ডামী-দুর্নীতি-লুটপাট-বৈষম্যমুক্ত দেশ গড়তে নতুন রাজনৈতিক চুক্তি দরকার: ইনু
Next articleগ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী