Home Uncategorized ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

1002
0

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।১২ জুন মঙ্গলবার ঢাকার একটি অভিজাত হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়।

সংগঠনের সভাপতি আকবর হোসেন মনজুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক আলী মোর্শেদ খান ও ইফার কমিটির আহবায়ক কাজী নজমুজ্জামানের যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথিি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২ আসনের মাননীয় সাংসদ ড. জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ ১ এর সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা আসনের এম পি এডভোকেট শামসুন্নাহার বেগম ( শাহানা রাব্বানী), পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মতিউর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি এম তোফায়েল সামি, সুনামগঞ্জের উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা, যুগ্ম সচিব ও প্রাক্তন সভাপতি জনাব মিজানুর রহমান, ঢাকা রেঞ্জের ডি আই জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিবি জয়েন্ট কমিশনার আব্দুল বাতেন। সমিতির সাধারণ সম্পাদক ডা: আবুল কালাম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন এবং দূর্যোগপুর্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। আলোচনা সভায় বক্তাগন সুনামগঞ্জ সমিতি, ঢাকার সাম্প্রতিক নিজস্ব অফিস ক্রয়ের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং আর্থিক অনুদানের আশ্বাস প্রদান করেন। সামাজিক সংগঠনের মাধ্যমে ঢাকাস্থ সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেটেবাসীর সার্বিক সহযোগিতায় অবদান রাখার জন্য বক্তাগন গুরুত্ব আরোপ করেন।
সবার অংশ গ্রহনে
ইফতার অনুষ্ঠানটি সুনামগঞ্জ বাসীর মিলন মেলায় পরিনত হয়।

Previous articleখালেদার চিকিৎসার ব্যয়ভার নেবে বিএনপি
Next articleযানজট নেই, ঈদযাত্রা আগের চেয়ে ভালো: সেতুমন্ত্রী