ঢাকা কলেজে এমাজউদ্দীনকে লাঞ্ছিত: প্রকাশ্যে সিল মারছে ছাত্রলীগ

0
548

Dr. Emaz Uddin
ঢাকা: আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ ক্যাডাররা। সকাল সোয়া ৯টা দিকে তিনি সপরিবারে ঢাকা কলেজ কেন্দ্রে ভোট প্রদান করতে গেলে ক্যাডারা তাকে লাঞ্ছিত করে।
এসময় ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা প্রফেসর এমাজউদ্দীন আহমেদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার পরিবারের অন্যান্য সদস্যদের সামনেই তাকে অপমান করা হয়। এসময় ক্যাডাররা তাঁর গাড়িতে লাথি মারতে থাকে।
সকাল ৯টা থেকে এ কেন্দ্রে প্রকাশ্যে সিল মারতে দেখা যায়। সরকারী দলের ক্যাডাররা কেন্দ্রের ভেতরে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দিচ্ছে না। প্রায় ৫ শতাধিক ভোটার কেন্দ্রের বাইরে অপেক্ষা করলেও তাদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।