ঢাবি প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হল ও জিয়াউর রহমান হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে তুচ্ছ ঘটনাটি কি তা কেউ নিশ্চিত করে জানাতে পারেননি। প্রায় সোয়া ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী সাংবাদিকদের বলেন, দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৪২ জনের মতো আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে বলে তিনি জানান।