Home জাতীয় তথ্য ছাড়া মন্তব্য করা উচিত নয়

তথ্য ছাড়া মন্তব্য করা উচিত নয়

428
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, জাতি হিসেবে আমরা বেশি কথা বলতে পছন্দ করি। যে কারণে অনেক সময় আমরা প্রয়োজন ছাড়াও কথা বলে থাকি। কোন বিষয়ে তথ্য না থাকলে আমাদের কথা বলা উচিত না।

বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ ও অধ্যাপক হারুন-অর রশিদের বক্তব্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। একটি বেসরকারি টিভি চ্যানেল আলোচনায় অংশ নিয়ে আজ তিনি একথা বলেন।

অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আমরা একটি সংকটের মধ্যে রয়েছি। দুই বিদেশি নাগরিক হত্যার তদন্ত চলছে। অথচ মন্ত্রীরা একেক জন একেক কথা বলছেন। এমনকি অপ্রাসঙ্গিকভাবেও এ নিয়ে তারা কথা বলছেন। হয়তো তারা গেছেন বাচ্চাদের স্কুলের কোন অনুষ্ঠানে সেখানেও এ নিয়ে কথা বলছেন। কিন্তু সব মন্ত্রীতো এ ব্যাপারে জানেন না। তদন্ত শেষ হওয়ার আগে এ ব্যাপারে কথা বলা উচিত নয়।

Previous articleতুরস্কে সমাবেশে বিস্ফোরণ, নিহত ২১
Next articleদেশে এখন কারো জীবনের নিরাপত্তা নেই: মির্জা ফখরুল