ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে। ‘শেখ মুজিব মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন’ তারেক রহমানের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। তাকে ফিরিয়ে আনাটা একটি আইনি প্রক্রিয়া। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।’
তারেক রহমানকে ‘কাপুরুষ’ উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৮ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়ে গিয়েছিলেন। এখন তিনি নিরাপদ দূরত্বে লন্ডনে বসে মিথ্যাচার করছেন।’
আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক বলেন, ‘তারেকের এই কুৎসিত মিথ্যাচার গভীর ষড়যন্ত্রেরই অংশ। সে মূলত স্বাধীনতাবিরোধী অপশক্তির ক্রীড়ানক হিসেবে আমাদের সুমহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছে।’
এ সময় তিনি বলেন, ‘বিএনপি নাকি আজ বিপ্লব ও সংহতি দিবস পালন করছে। প্রকৃতপক্ষে এটি একটি কালো দিবস এবং সৈনিক হত্যা দিবস। সেদিন জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা, মেজর হায়দারসহ বহু সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়।’ জিয়াউর রহমান প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের গুপ্তচরবৃত্তি করেছেন বলে আবারো দাবি করেন হাছান মাহমুদ।
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আব্দুস সোবাহন গোলাপ, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দি প্রমুখ।
সব বেয়দবের খারখানা হয়ে গেছে।।
ঠিক
সকলের উচিৎ ভদ্র ভাষায় কথা বলা
Comments are closed.