ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বুধবার সমন ফেরতের নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় মহানগর হাকিম আতাউল হকের আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সকালে মামলার বাদি আওয়ামী লীগ নেতা মনির খান এ গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করেন। নথি পর্যবেক্ষণ করে আদালত এ নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ আগামী ২৯ জানুয়ারি ধার্য করেছেন আদালত।