Home আঞ্চলিক তিস্তা নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

তিস্তা নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

541
0
ফাইল ছবি

ঢাকা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে বিথী বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ঘুন্টিবাজার পশ্চিম বিছনদই এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত বিথী বেগম ওই এলাকার মাসুদ রানার স্ত্রী।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাকুল ইসলাম কায়েদ জানান, ওই এলাকার মতিউর রহমানের ছেলে মাসুদ রানার সঙ্গে ভুল্লারহাট এলাকার বিথী বেগমের ৭ মাসে আগে বিয়ে হয়।
শুক্রবার দুপুরে বিথী বাড়ির পাশে তিস্তা নদীতে গোসল করতে যান। এ সময় পানির স্রোতে ডুবে যান তিনি। পরে স্থানীয়রা ছুটে এসে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
Previous articleঅবরুদ্ধ কাশ্মির : মুক্তি কোন পথে?
Next articleজিয়াউর রহমানই দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছিলেন: শেখ হাসিনা