Home জাতীয় তৃণমূলের নেতা-কর্মীরা দলের প্রাণ: প্রধানমন্ত্রী

তৃণমূলের নেতা-কর্মীরা দলের প্রাণ: প্রধানমন্ত্রী

924
0
ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তৃণমূলের নেতা-কর্মীরা দলের প্রাণ। তারাই আওয়ামী লীগ ধরে রেখেছেন। তিনি বলেন, বাংলাদেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না। এ দেশের প্রতি ঘরেই জ্বলবে আলো। শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কারো সাথে বৈরিতা নয়, আমরা চাই সকলের সাথে বন্ধুত্ব, আমাদের কোনো ঘর অন্ধকারে থাকবে না, প্রতি ঘরে আলো জ্বালব। শত ভাগ মানুষ বিদ্যুৎ পাবে। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন উড়িয়ে সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি শান্তির প্রতীক পায়রা উড়ান। এরপর ১০টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন।

Previous articleস্বামীকে খুন করে থানায় স্ত্রী
Next articleদেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় আ.লীগের কাউন্সিলে যায়নি বিএনপি