Home বিভাগীয় সংবাদ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ইসলামী আন্দোলনকে চুড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিতে হবে: এডভোকেট...

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ইসলামী আন্দোলনকে চুড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিতে হবে: এডভোকেট জুবায়ের

521
0

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন- পবিত্র ঈদুল আযহা মুসলিম মিল্লাতকে যে ত্যাগের শিক্ষা দিয়ে যায়। সেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুমিনদেরকে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। বাংলাদেশে ইসলাম ও ইসলামী আন্দোলন চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। এব্যাপারে জাতিকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে গণমানুষের প্রিয় কাফেলা জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আযহার মহান শিক্ষাকে কাজে লাগিয়ে ত্যাগের সর্বোচ্চ ইতিহাস সৃষ্টির মাধ্যমে এদেশের সবুজ ভু-খন্ডে ইসলামী আন্দোলনের চুড়ান্ত সফলতা নিশ্চিত করতে হবে।

তিনি আজ বুধবার সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী শফিকুল আলম মফিকের পরিচালনায় অুনষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াত নেতা আব্দুল গফুর, কাজী নজমুল আহমদ, আনোয়ার হোসেন, বদরুল হাসান চৌধুরী, আবু সালেহ মো: মুসা ও মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

Previous articleজনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগের ভরাডুবি হবে: ড. মোশাররফ
Next articleক্ষমতা আমাদের কাছে ভোগের বস্তু নয়, এটা আমাদের দায়িত্ব: প্রধানমন্ত্রী