শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে জামায়াত অধ্যুষিত কাশিমাড়ীতে শুক্রবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ওয়ার্ড বিএনপি’র সভাপতি আক্তার ফারুককে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে। তবে তার পরিবারের দাবী তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে পায়ে গুলি করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ বিপ্লব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাবিদ ও মিজানের নেতৃতে কাশিমাড়ীতে ফারুককে গ্রেপ্তার করতে গেলে তার বাহিনী পুলিশের উপর আক্রমণ চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে ফারুক ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ম্যাজিট্রেট ও তার গাড়ীতে হামলার ঘটনা মামলার সাজাপ্রাপ্তসহ ১৬ মামলার আসামি।