স্টাফ রির্পোটার: সাংবাদিক তোফায়েল আহমদকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আজ রাতে তাকে এক বন্ধ’র বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রহমত উল্লাহ সাংবাদিক তোফায়েল আহমদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তোফায়েল আহমদ একটি হত্যা মামলার ২ নাম্বার আসামী। আজ রাত ১১ টায় তাকে তার এক বন্ধুর বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, তোফায়েল আহমদ গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন এং অবিলম্বে তোফায়েল আহমদকে মুক্তি দেয়ার দাবি জানান।