Home আঞ্চলিক দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিমবীরগাও ইউনিয়নের বন্যা দূর্গতদেরকে খাদ্য বিতরন

দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিমবীরগাও ইউনিয়নের বন্যা দূর্গতদেরকে খাদ্য বিতরন

525
0

 

নাইম তালুকদার, সুনামগঞ্জ: মানুষ মানুষের জন্য ঐপ্রতিপাদ্যকে মনের ভিতরে লালনকরে অসহায় বন্যাদূর্গত মানুষের পাশে দাড়ান বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র জমিয়তের আলিয়া বিষয়ক সম্পাদক ছাত্রনেতা নাজমুল ইসলাম। বুধবার দঃ সুনামগঞ্জের পশ্চিমবীরগাও ইউনিয়নের অসহায় বন্যা দূর্গত মানুষকে খাদ্য বিতরন করেন, ছাত্রনেতা নাজমুল ইসলাম ইউনিয়নের বেশ কটি গ্রামে অসহায় বন্যাথদেকে খাদ্য বিতরন করেন, খাদ্য বিতরন কালে বন্যায় কবলিত অসহায় মানুষদের মাথায় হাত বুলিয়ে তিনি চোখের পানি চেড়ে বলেন বন্যায় কবলিত মানুষের অবস্তা দেখে আমার মনকে আমি প্রবোদ দিতে পারিনি। কিন্তু তাদের অবেস্তা অনুযায়ী তাদেকে আমি কিছু দিতে পারিনি। এসময় উপস্হতিত ছিলেন, মাওঃ মুহসীন উদ্দীন, মাওঃ গোলজার আহমদ, সাংবাদিক নাইম তালুকদার, মোঃ হিমেল মিয়া, জুয়েল আহমদ, মুছাদ্দিক আহমদ সহ খাদ্য বিতরন কর্মী প্রমূখ।

Previous articleএমাজউদ্দীনের বক্তব্য ব্যক্তিগত মতামত: মির্জা ফখরুল
Next articleজগন্নাথপুরে ইউএনও কে বিভিন্ন প্রতিষ্ঠানের সংবর্ধনা প্রদান