নাঈম তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে পঞ্চায়েতের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরভোগ গ্রামের মৃত তছই মিয়ার ছেলে মৃত নুর মিয়া গংরা গ্রামের পঞ্চায়েতের টাকা আত্মসাধের কারন জানতে চান একই গ্রামের মৃত গোরাই মুন্সীর ছেলে মোঃ ছুফি মিয়া। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অন্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুফি মিয়ার পক্ষে আহতরা হলেন ঠাকুরভোগ গ্রামের মাহমদ মিয়ার ছেলে মোঃ টিপু মিয়া, সহোদর নুরুল মিয়া,কাউসার মিয়া, মৃত ওয়ারিদ উল্ল্যার ছেলে সাজিদ মিয়া,আশিক মিয়া, আব্দুল্লাহ মিয়ার ছেলে নজরুল মিয়া,নাজমুল মিয়া,আহমদ উল্ল্যার ছেলে জিয়াউর মিয়া,কাজল মিয়া, মতলিব মিয়ার ছেলে আনোয়ার মিয়া,ছুফি মিয়ার ছেলে জুবেল মিয়া,মৃতআব্দুর রাজ্জাকের ছেলে মমরোজ মিয়া, মৃত শের মোহাম্মদের ছেলে মোঃ আব্দুল হেকিম, আশিক মিয়ার ছেলে মামুন মিয়া।
অপরদিকে মোঃ নুর মিয়ার পক্ষে আহতরা হলেন মোঃ নুর মিয়া তার ছেল্ এলেমান মিয়া। এদের মধ্যে মোঃ টিপু মিয়া ও সাজিদ মিয়ার অবস্থা গুরুতর বলে জানা যায়। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।