Home আঞ্চলিক দক্ষিণ সুনামগঞ্জে লেগুনার ধাক্কায় নিহত ১, আহত ২  

দক্ষিণ সুনামগঞ্জে লেগুনার ধাক্কায় নিহত ১, আহত ২  

443
0

নাঈম তালুকদার, দঃ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের ধামোধরতপি এলাকায় একটি লেগুনা চাপায় লিটন মিয়া(৩০) নামের এক পথচারি নিহত ও নিয়ন্ত্রন হারিয়ে লেগুনার ২ যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানয়ায় নি। নিহত পথচারি জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের মাহমদপুর গ্রামের মৃত তখলুছ মিয়ার ছেলে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে একটি যাত্রীবাহি লেগুনা সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে দামোধরতপী এলাকায় আসামাত্র সড়ক পারাপারের সময় ঐ পথচারি লিটনকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় লেগুনার ২ যাত্রী আহত হন। এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছে জয়কলস হাইওয়ে পুলিশ।

Previous articleদেশে আজ দেশী বিদেশী কোন মানুষের নিরাপত্তা নেই: জাহিদ ইকবাল
Next articleডিসেম্বরেই পৌর নির্বাচন: সিইসি