Home আঞ্চলিক দক্ষিণ সুরমার বরইকান্দিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

দক্ষিণ সুরমার বরইকান্দিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

318
0

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুরমার বরইকান্দিতে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মাশুক মিয়া ও বাবুল মিয়া। নিহতদের লাশ উদ্ধার করে পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতরা সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বরইকান্দির ৩ ও ৭ সড়কের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ ঘটে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল সংঘর্ষ ও নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষের জের ধরে রাতেই এলাকায় সংঘর্ষ বাঁধে। পরে রাতের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ফের দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এসময় ২জন নিহত হন।

Previous articleধর্ষক শ্বশুর খুন: স্বামীসহ গৃহবধূর আত্মসমর্পণ
Next articleজাফর ইকবালকে দেখতে সিএমএইচে গেলেন সেতুমন্ত্রী