Home আঞ্চলিক দলীয় সন্ত্রাসীদের হামলায় সুনামগঞ্জ সদর ছাত্র জমিয়ত কর্মী মুশতাক আহত

দলীয় সন্ত্রাসীদের হামলায় সুনামগঞ্জ সদর ছাত্র জমিয়ত কর্মী মুশতাক আহত

511
0

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক মুশতাক দলীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। রবিবার বিকাল ৪টার দিকে সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাও: আব্দুল বছিরের দুই ছেলে ছাত্র জমিয়ত নেতা হাফিজ খিজির ও হাফিজ সারওয়ার তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে তার উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।
জানা যায়, রবিবার বিকেলে সুনামগঞ্জ সদর ছাত্র জমিয়তের মিটিং ছিল মাদানিয়া মাদ্রাসা মসজিদে। মিটিং শেষ করে বের হবার পর মুশতাক শেষের দিকে বের হয়। মসজিদ থেকে বের হয়ে জুতা পরনের সময় মাদ্রাসা মাঠে তারা উপুর্যোপুরী হামলা করে তাকে রক্তাক্ত করে। পরে মুস্তাকের গ্রুপের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Previous articleকাশ্মীরে ভারতীয় সেনা দপ্তরে হামলায় ১৭ সেনা নিহত
Next articleসভ্য দেশ কীভাবে অভিযুক্ত খুনিদের আশ্রয় দেয়, প্রশ্ন প্রধানমন্ত্রীর