Home জাতীয় দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন সরকারের নীলনকশা: ড. এমাজউদ্দীন

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন সরকারের নীলনকশা: ড. এমাজউদ্দীন

286
0

ঢাকা: দলীয় প্রতীকে স্থানীয় সরকারের নির্বাচনের উদ্যোগে বিস্ময় প্রকাশ করে বিশিষ্ট রাষ্টবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ একে ‘গ্রামাঞ্চলের শান্তিপূর্ণ ভোটকে বিনষ্ট করার জন্যই সরকারের নীলনকশা’ বলে অভিহিত করেছেন। দলীয় ভিত্তিতে ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তাবিত আইনের খসড়া সোমবার অনুমোদন করে মন্ত্রিসভা।

সরকারি সিদ্ধান্তে বিরোধিতা করে বিএনপিপন্থি বুদ্ধিজীবী এমাজউদ্দীন বলেন, আমি ভেবে অবাক হই যারা এই সিদ্ধান্ত গ্রহণ করছে তাদের মধ্যে কি কেউ নেই যে যারা বলবে যে এটা হয় কি করে? বাংলাদেশে এটা হওয়ার কথা নয়।

প্রয়াত রাজনৈতিক ‌বিশ্লেষক ও বুদ্ধিজীবী অধ্যাপক পিয়াস করিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

এমাজউদ্দীন বলেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন, ব্যক্তি স্বাধীনতা, নিরাপত্তাবোধ- এই সরকারের শাসনামলে আমরা হারিয়েছি। তাই সময় এসেছে সরকারের বিরুদ্ধে নতুনভাবে প্রস্তুতি গ্রহণ করে ঐক্যবদ্ধ হওয়ার।

অধ্যাপক পিয়াস করিমের স্মৃতিচারণ করে তিনি বলেন, বাংলাদেশের অনেক ঘটনা লজ্জাষ্কর এবং নিন্দনীয়- তার মধ্যে অন্যতম হলো অধ্যাপক পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে রাখতে না দেয়া।

তিনি বলেন, শহীদ মিনারের মালিকান এমন হাতে চলে গেছে যেখানে শুধু কিছু চেনা মানুষ যেতে পারছে। শহীদ মিনারের স্মৃতি তো এমনটি হতে পারে না- সেখানে কারোর অবদান দেখা হচ্ছে না, দেখা হচ্ছে তিনি কার অনুসারী।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বি. জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, ব্যারিষ্টার পারভেজ আহমেদ, সাবেক কমিশনার ফরিদউদ্দীন আহমেদ প্রমুখ।

Previous articleডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পৌর নির্বাচন: শাহ নেওয়াজ
Next articleনিজের গোসলের ভিডিও নিজেই অনলাইনে প্রকাশ করে আলোচনায় নায়িকা ঋতুপর্ণা