Home অর্থনীতি দশ দিনের ব্যবধানে ফের বেড়েছে স্বর্ণের দাম

দশ দিনের ব্যবধানে ফের বেড়েছে স্বর্ণের দাম

654
0

ঢাকা: চলতি আগস্ট মাসে দুইবার বাড়ার পর দশ দিনের ব্যবধানে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বাড়ানো হয়েছে ১১৬৬ টাকা।

সোমবার (১৯ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে রোববার (১৮ আগস্ট) রাতে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তে থাকায় দেশীয় মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

Previous articleকাঁঠালিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
Next articleমশা মারতে পুলিশে ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট অফিসার’ নিয়োগ