Home বিভাগীয় সংবাদ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

417
0

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় বাস উল্টে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪৫ জন। বুধবার বেলা ২টার দিকে উপজেলার উত্তর গোসাইপুর এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান।

নিহতদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে বলে জানালেও তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি। ওসি বলেন, ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেয়ার পর চার বছরের এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। আহত ৩৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Previous articleআওয়ামী লীগ মনে করে তারা ছাড়া দেশে কেউ নেই: মির্জা ফখরুল
Next articleফেনীতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা