দিরাইয়ে খামারে প্রতি পক্ষের হামলা, ৮০০শ হাঁস মেরে ফেলার অভিযোগ

0
584

Derai Map
আবুল হোসাইন, দিরাই প্রতিনিধি: দিরাইয়ে পল্লীতে পূর্ব শত্র“তার জের ধরে প্রতি পক্ষের লোকেরা হাঁসের খামারে হামলা চালিয়ে ৮০০শ হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার রফিনগর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। এব্যাপারে হাঁসের খামারের মালিক আব্দুল আওয়ালের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগে জানা যায় আনোয়ার গ্রামের মৃত জব্বার আলী ছেলে মানিক মিয়া গংদের সাথে আসমা বেগমের স্বামী ও তার পরিবারের লোকজনের জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে দুইদিন আগে উভয় পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ১০/১৫ জন লোক আহত হয়। আসমা বেগমের স্বামী সহ আহতরা দিরাই চিকিৎসাধীন থাকার সুযোগে প্রতি পক্ষের লোকেরা বৃহস্পতিবার ভোরে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আসমা বেগমের বাড়ীতে হামলা চালায়। এ সময় বাড়ীতে থাকা হাঁসের খামারে প্রবেশ করে মানিক মিয়া ও তার লোকজন খামারের ৮০০শ হাঁস মেরে ফেলে বলে অভিযোগ উল্লেখ করা হয়। এ বিষয়ে আব্দুল আওয়ালের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে একই গ্রামের মৃত জব্বার আলী ছেলে মানিক মিয়া সহ ১৬ জনের নাম উল্লেখ করে দিরাই থানা লিখিত একটি মামলা দায়ের করেন। এব্যাপারে দিরাই থানার এস,আই রূপকর জানান, বাদীনির লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তস্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।