আবুল হোসাইন, দিরাই থেকে: দিরাইয়ে গত ২ দিনে পুলিশের নির্ঘুম অভিযানে চাঞ্চল্যকর পৃথক দুটি ধর্ষন মামলার পলাতক ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কালীনগর গ্রামের মনফর উল্যার ছেলে সালেহ আহমদ (২৭) ও কলিয়ারকাপন গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে রুবেল(২২)। দিরাই (সার্কেল) এএসপি ফতেহ মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে জামালগঞ্জের গোপালপুর ও দক্ষিন সুনামগঞ্জের জাহানুরপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে একদল পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে পৃথক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি বায়েছ আলম । এদিকে গতকাল রাত ৮ টায় তাড়ল ইউনিয়নের ধল (আশ্রম) নয়া বাড়ি থেকে ১কেজি গাজাসহ সিদ্দেক আলীর ছেলে ইমান উদ্দিন (৫০) কে গ্রেফতার করা হয়।এব্যাপারে দিরাই সার্কেলের সহকারী পুলিশম সুপার ফতেহ মোহাম্মদ ফয়সাল বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও নারী শিশু নির্যাতনের বিরোদ্ধে কোন প্রকার বিরুপ ভাব সহ্য করা হবেনা। আমার অভিযান অব্যাহত রাখতে পুলিশ সুপার সুনামগঞ্জ শতভাগ সহযোগীতা করছেন।