Home আঞ্চলিক দুরন্ত ক্লাবের শোক সভা

দুরন্ত ক্লাবের শোক সভা

465
0

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দুরন্ত ক্লাবের উপদেষ্টা গন্ধর্বপুর গ্রামের কৃতি সন্তান রানীগঞ্জ দা:হা: আলিম মাদ্রাসার এবতেদায়ী প্রধান শিক্ষক হযরত মাওলানা আনহার উদ্দিনের শোক সভা ও দোয়া মাহফিল গত কাল ০২-০৮-২০১৫ ইংরেজী রোজ রবি বার ক্লাবের কার্যালয়ে অনুষ্টিত হয়।এতে প্রধান ছিলেন রানীগঞ্জ দা:হা: আলিম মাদ্রাসা অধ্যক্ষ হযরত মাওলানা মোস্তফা কামাল,রানীগঞ্জ এর ভার: অধ্যক্ষ আতাউর রহমান পীর,বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা নজরুল ইসলাম নিজামী।আরো উপিস্থত ছিলেন দুরন্ত ক্লাবের উপেদষ্টা বৃন্দ,সদস্য বৃন্দ, সহ এ্রলাকার সব সাধারন মানুষ।এতে আহার উদ্দিনের স্থতিস্বাচর করে বক্তব্য রাখেন উপস্তিত বক্তাগন।উক্ত অনুষ্টানে ক্লাবের পক্ষ থেকে হযরত মাওলানা আনহার উদ্দিনের ছেলেকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।

Previous articleগর্ভের শিশুরাও এখন নিরাপদ নয়: ড. এমাজউদ্দীন
Next articleদুরন্ত ক্লাবের সংর্বধনা অনুষ্টান