দেশবিরোধী অপশক্তিগুলো গণতন্ত্রকে বিপর্যস্ত করতে চাচ্ছে: ফখরুল

0
549

Fokrul 06
ঢাকা: বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশবিরোধী অপশক্তিগুলো গণতন্ত্রকে বিপর্যস্ত করে আমাদের অগ্রগতিকে বার বার বাধাগ্রস্ত করতে চেয়েছিল। কিন্তু দেশপ্রেমিক জনগণ সে অপচেষ্টাকে সব সময় শক্ত হাতে প্রতিহত করেছে। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে আবারও বহুদলীয় গণতন্ত্রের পথচলা শুরু হয়েছিল। একইসঙ্গে শুরু হয়েছে সাংবিধানিক ধারাবাহিকতা। ওই দিনে গণতন্ত্রের দুশমনেরা পরাজিত হলেও তারা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। এখনো তারা চুপ করে বসে নেই।
মির্জা ফখরুল বলেন, আমাদের গণতন্ত্র আজো নামে বেনামে একদলীয় ফ্যাসিবাদের আক্রমনে আক্রান্ত। ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আজ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে ফেলার আয়োজন চলছে। অতীত থেকে শিক্ষা নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ষড়যন্ত্রকারীদের এসব চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে।
বাণীতে ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী ছাত্র গণআন্দোলনে আত্মাহুতিদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের রূহের মাগফিরাত কামনা করেন তিনি।