ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশের এমন অবস্থা হবে জানলে কোনো মুক্তিযোদ্ধাই একাত্তরে যুদ্ধ করতো না। পাকিস্তানীরা বাঙালীদের ভোটের অধিকার মেনে নেয়নি বলেই বঙ্গবন্ধুর আহবানে যুদ্ধ করে পাকিস্তানীদের বিতাড়িত করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। বঙ্গবন্ধুর কন্যা হয়েও শেখ হাসিনা পকিস্তানীদের মতোই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। তার কণ্ঠে এখন আইয়ুব-ইয়াহিয়ার প্রতিধ্বনি শোনা যায়।
শান্তির দাবিতে অবস্থান কর্মসূচির ১৬২ তম দিনে মঙ্গলবার বিকেলে গাজীপুর সদর উপজেলার নৌলাপাড়ায় সরকার ক্যাডেট একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশের মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্যই একাত্তরে অস্ত্র হাতে নিয়েছিলাম, জীবন দিতে পারিনি, কিন্তু নিজের শরীরের রক্ত ঝরিয়েছিলাম। তাই দেশের মানুষ যখন কষ্টে থাকে তখন স্থির হয়ে ঘরে বসে থাকতে পারি না।”
এ সময় ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, গাজীপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।