Home জাতীয় দেশের কোথাও কোনো নিরাপত্তা নেই: সেলিমা রহমান

দেশের কোথাও কোনো নিরাপত্তা নেই: সেলিমা রহমান

1386
0

স্টাফ রিপোর্টার: দেশের কোথাও কোনো নিরাপত্তা নেই, ঘর থেকে বের হলেই খুন হওয়ার আশঙ্কা, ধর্ষণ হওয়ার আশঙ্কা বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলে উদ্দ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যে দেশে আদালতের খাস কামরায় খুন হয়, সেই দেশে কিভাবে নিরাপত্তা থাকতে পারে। এই সরকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ ।

তিনি বলেন, এই ব্যর্থতার কারণ সরকার পুলিশ বাহিনীকে লোভ লালসার দিকে ঠেলে দিয়েছে। যার কারণে তারা জনগণের রক্ষা করার জন্য কাজ করে না। বিরোধী দলের বিরুদ্ধে লাঠিয়াল হয়ে যায় ।

সেলিমা রহমান বলেন, ঢাল হয়ে এদের হাত থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। আমরা দলকে সংগঠিত করছি আন্দোলনের জন্য। আন্দোলনের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করা হবে ।কারণ তাকে জামিনে মুক্তি হতে দেবে না সরকার।

Previous articleযুক্তরাজ্যে বলটন বাংলাদেশ এসোসিয়েশনের যাত্রা শুরু
Next articleআদালতে হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা: হানিফ