Home জাতীয় দেশের ৩১তম সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ৩১তম সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

427
0
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশের ৩১ তম সেনানিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পটুয়াখালীর লেবুখালীতে সেনানিবাসটি উদ্বোধন করেন। এর আগে সকাল সোয়া ১১টায় হেলিকপ্টারে করে পটুয়াখালী জেলার লেবুখালীতে স্থাপিত শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী।

সেনানিবাস উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন। পরে ১৪টি উন্নয়ন কাজের উদ্বোধন ও একটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আজ বিকেল তিনটায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা মাঠ থেকে প্রধানমন্ত্রী ৩৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ৩৩টি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র নতুন সাজে সেজেছে বরিশাল। অসংখ্য তোরণ, বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা জেলা।।

Previous articleখালেদার গাড়িরবহরে থাকা নেতা-কর্মীদের ওপর কাকরাইলে টিয়ার সেল নিক্ষেপ
Next articleসিলেট নগরীর বন্দরবাজার পয়েন্টে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষ