Home জাতীয় দেশে অশান্তি সৃষ্টি করতে এখনো দুষ্টচক্র ষড়যন্ত্র করে যাচ্ছে: রেলপথ মন্ত্রী

দেশে অশান্তি সৃষ্টি করতে এখনো দুষ্টচক্র ষড়যন্ত্র করে যাচ্ছে: রেলপথ মন্ত্রী

318
0

ঢাকা: রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশে অশান্তি সৃষ্টি করতে এখনো দুষ্টচক্র ষড়যন্ত্র করে যাচ্ছে। এরা এদেশের স্বাধীনতা চায় নাই। ধর্মের নামে এরা মানুষ হত্যা করে চলেছে। এদের কাজ মানুষকে হত্যা করে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করা। সোমবার বাংলাদেশ রেলওয়ে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ শাহজাহানপুর রেলওয়ে কলোনির উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক সাগর কৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ মো. সালাহ উদ্দীন, রেলওয়ে শ্রমীক লীগের সভাপতি হুমায়ূন কবির, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম শামীম, ফারহানা ইসলাম ডলি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত সরকার প্রমুখ। এসময় মন্ত্রী পর্যায়ক্রমে রেলওয়ে কলোনির উন্নয়ন করে দেয়ার আশ্বাস দেন।

Previous articleচলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ % হতে পারে: বিশ্বব্যাংক
Next articleঘুমন্ত মা-মেয়েকে পেট্রল ঢেলে হত্যা